গত ২২ মে, ২০১৯ দেশের ৬৪ জেলায় ছোট নদী, খাল, জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদী খনন কাজের উদ্বোধন করা হয়। পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৬৬ কোটি টাকা ব্যয়ে খনন কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
৪১ কিলোমিটার দৈর্ঘ্য পাগলা নদীটি ভারতের মালদহ জেলার মহদিপুর থেকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পাগলা খরস্রোতা একটি নদী ছিল। কিন্তু উজানে বাঁধের কারণে পানি প্রবাহ কমে যায়। প্রথম পর্যায়ের আওতায় চাঁপাইনবাবগঞ্জে চলমান পাগলা নদী পুনঃখনন প্রকল্পের কাজ নিয়মিত পরিদর্শন করছেন পানিসম্পদ মন্ত্রনালয়। উমরপুর, কানসাট,বেলিব্রিজ,তর্তিপুর এলাকায় কাজ চলছে। তবে বর্তমানে বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কাজের কিছুটা বিঘ্ন ঘটছে।
মন্তব্য দিন