চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে ১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল (মেইড ইন ইউ.এস.এ), ১টি ম্যাগাজিন, ৪রাউন্ড গুলি, ১টি লোহার হাসুয়া, ও ১টি মোবাইল ফোন সহ একজনকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার সাহাপাড়ার (মুন্সিপাড়া) গ্রামের সাইদুর রহমানের ছেলে বাবু(৩০)।
র্যাব জানান, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ এর নেতৃত্বে একটি টহল দলের বিশেষ অভিযানে শুক্রবার দিবাগত রাত আড়াই টার দিকে শিবগঞ্জ উপজেলার সাহাপাড়ার (মুন্সিপাড়া) গ্রামে আটককৃত মোঃ বাবু র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে সন্দেহভাজন ভাবে আটক করে।
পরে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের সম্মুখে তার দেহ তল্লাশী করে তার কোমরে লুঙ্গিতে গোঁজা অবস্থায় একটি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন. চার রাউন্ড গুলি এবং তার হাতে থাকা একটি হাসুয়া, একটি মোবাইল ফোন উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য দিন